English

পিসি কালচার হাউজিং পাবলিক স্কুল

রোড নং # ১০ ও ১১, সেখেরটেক, পিসিকালচার হাউজিং সোসাইটি ,আদাবর , ঢাকা -১২০৭

প্রধান শিক্ষকের বাণী

রেহানা বেগম - প্রধান শিক্ষক

“পড়াশোনায় লেগে থাকো : একটা কথা মনে রাখবে যেকোনো বিষয়ে সফল হতে হলে তার পেছনে লেগে থাকতে হবে। পড়াশোনার বিভিন্ন সমস্যাগুলো একটা একটা করে চিহ্নিত করো এবং অন্যরা কীভাবে তার সমাধান করেছে তা থেকে ধারণা নাও। সহপাঠীদের কাছে সমাধান না পেলে শিক্ষকের কাছে পরামর্শ নাও। প্রয়োজনে অভিভাবকের সহযোগিতা নাও। কারও না কারও কাছে সমাধান পাবেই। পড়াশোনাকে মন থেকে ভালোবাসো, লেগে থাকো- সফলতা আসবেই। ।